Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনার টিকা ১ নভেম্বর থেকে দেওয়া হবে স্কুলশিক্ষার্থীদের : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক :

 

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক স্বপন বলেছেন, আগামী ১ নভেম্বর থেকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হবে ১২-১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের। প্রথমে দেওয়া হবে ঢাকার ১২টি কেন্দ্রে। পর্যায়ক্রমে সারা দেশে স্কুলশিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া হবে।

 

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘শিক্ষামন্ত্রী জানিয়েছেন ১ নভেম্বর থেকে আমরা টিকা কার্যক্রম শুরু করতে পারবো। অন্যান্য টিকা কার্যক্রমও চলমান থাকবে।’
স্বাস্থ্যমন্ত্রী, ‘১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য তালিকা শেষের দিকে। শিক্ষা মন্ত্রণালয় আমাদের তালিকা দিয়েছে, সেই তালিকা আমরা আইসিটি মন্ত্রণালয়কে দিয়েছি। উনারা আজকে এখানে আমাদের জানিয়েছেন। উনারাও সবকিছু সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে দিয়েছেন।’

Exit mobile version