যুক্তরাষ্ট্রে করোনায় বেড়েছে সিগারেটের বিক্রি যা ২০ বছরে সর্বোচ্চ

অনলাইন ডেস্ক :

 

যুক্তরাষ্ট্রে গেলো ২০ বছরের মধ্যে এবার প্রথম সিগারেট বিক্রি বেড়েছে। করোনা মহামারীর কারণে দীর্ঘদিনের লকডাউনে সিগারেটের এই বেচা বিক্রি বেড়েছ । মঙ্গলবার বার্ষিক এক প্রতিবেদনে এ কথা জানায় মার্কিন ফেডারেল ট্রেড কমিশন।

 

যুক্তরাষ্ট্রে ২০২০ সালে সিগারেট বিক্রি বেড়েছে ২০৩.৭ বিলিয়ন ইউনিট যা গেলো বছরের তুলনায় ৮০০ মিলিয়ন ইউনিট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ শতকরা ০.৪ ভাগ।

 

সিগারেটের বিজ্ঞাপন ও প্রচারণা ব্যয়ও বৃদ্ধি পেয়েছে ৭.৬২৪ বিলিয়ন ডলার থেকে ৭.৮৪ বিলিয়ন ডলার। সেই সাথে খুচরা বিক্রেতাদের কাছে কম দামে সিগারেট বিক্রি করা হয় যেনো কম দামে ক্রেতারা পেতে পারেন।

 

তবে লকডাউনের কারণে যে সিগারেটের বিক্রি বেড়েছে তা আগে বুঝতে পারেনি সংশ্লিষ্ট এজেন্সি। নর্থ আমেরিকার কুইটলাইন কনসর্টিয়াম ( এনএকিউসি) গত মার্চে জানিয়েছে, করোনার কারণে বিক্রি বেড়েছে। ফিনিক্স ভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান বলছে, করোনার সময় অতিরিক্ত দুঃশ্চিন্তার কারণ মূলত মানুষ সিগারেট খাওয়া বাড়িয়েছে।

 

যুক্তরাষ্ট্রে অপরিণত বয়সে মৃত্যুর অন্যতম কারণ হলো তামাক। প্রতি বছর দেশটিতে শুধুমাত্র ধূমপানের কারণে ৪৮ হাজার মানুষের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *