অনলাইন ডেস্ক :
নির্ধারিত হয়ে গেল চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লড়াই কাদের মধ্যে হবে। সেমিফাইনালের শেষ চারে উঠেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর (বুধবার)। সেই ম্যাচে
মাঠে নামছে গ্রুপ-১ চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও গ্রুপ-২ রানার্সআপ নিউজিল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে লড়াই হবে গ্রুপ-২ চ্যাম্পিয়ন পাকিস্তান ও গ্রুপ-১ রানার্স অস্ট্রেলিয়া। এই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর (বৃহস্পতিবার)।
সেমিফাইনালের দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে।
ফাইনাল ম্যাচ হবে আগামী ১৪ নভেম্বর (রবিবার)। এই ম্যাচও বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাইয়ে অনুষ্ঠিত হবে।
গ্রুপ-১ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। গ্রুপ-২ থেকে ভারত ছাড়াও ছিটকে গেছে আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ড।