সাংবাদিক ফারুক আহমেদ পিনু’র স্মরণসভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র প্রয়াত সিনিয়র সহ-সভাপতি ও এনটিভি’র স্টাফ করেসপনডেন্ট ফারুক আহমেদ পিনু’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ডিসি কোর্ট চত্বরে প্রেসক্লাব স্কয়ারে বাদ আসর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেপিসি’র প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শাহানারা বেগম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন বলেন, সাংবাদিকতা এমন একটি পেশা যে পেশায় সবার মন জুগিয়ে চলা কঠিন ব্যাপার। এই পেশা একটি চ্যালেঞ্জিং পেশা। তিনি বলেন, সাংবাদিকদের সত্য লেখার সাহস এবং অদম্য ইচ্ছাশক্তি থাকতে হবে ঠিক সাংবাদিক পিনু’র মত। সরকার দেশের নেতৃত্ব দেয়। বিরোধীদল সংসদে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেয়। আর সাংবাদিকরা দেশের তৃতীয় সরকারের দায়িত্ব পালন করে থাকে।


তিনি আরও বলেন, সাংবাদিক ফারুক আহমেদ পিনুর মত্য দায়িত্বশীল সাংবাদিক হোন তাহলে একদিন আপনাদেরও স্মরণ করবে এই সমাজ। কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র মাধ্যমে দায়িত্বশীল ও নিষ্ঠাবান নতুন নতুন সাংবাদিক গড়ে উঠুক এই প্রত্যাশা করি।


কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন চৌধুরী বলেন, সাংবাদিক ফারুক আহমেদ পিনু অবশ্যই ভাল সাংবাদিক, ভাল মানুষ ছিলেন। তা নাহলে আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এত সাংবাদিক তার স্মরণসভায় থাকতো না। আপনারা তার নীতি ও নৈতিকতাকে অনুসরণ করুন। 


স্মরণসভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক শেখ হাসান বেলাল, আরিফুজ্জামান লিপটন, সাংগঠনিক সম্পাদক ও পিনু’র সহধর্মীনী সাবিনা ইয়াসমিন শ্যামলী, কোষাধ্যক্ষ মিলন উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক ইমরান হাসান পাপ্পু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, তৌফিক তপন, মো:সালমান শাহেদ প্রমূখ।


আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ডিসি কোর্ট জামে মসজিদের মুয়াজ্জিন নুরুল ইসলাম। সবশেষে সাংবাদিক ফারুক আহমেদ পিনুর স্মৃতি ধরে রাখতে কেপিসি’র সাংবাদিক ফারুক আহমেদ পিনু মিলনায়তন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *