নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ইমো হ্যাকিং চক্রের পাঁচ প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। আজ বুধবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বালিতিতা ও মহারাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা করা হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়।
নাটোরের গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে মো. রেজাউল করিমের ছেলে মো. আলমগীর হোসেন (২০), মহারাজপুর গ্রামের মো. সামান উদ্দিনের ছেলে মো. তারিক হোসেন (১৬), মো. মোখলেছুর রহমানের ছেলে মো. রাজু হোসেন (১৬), মো. সাজদার রহমানের ছেলে মো. আসিফ হোসেন (১৫) ও কুষ্টিয়ার ভেড়ামারার সাতবাড়িয়া মলপাড়া গ্রামের মো. জাবের আলী মন্ডলের ছেলে মো. হারুন অর রশিদ (২৬)।