গত ২৪ ঘন্টায় ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশুসহ আরো ২১জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত এই ২১ জন রোগী ভর্তি হয়। বর্তমান এই হাসপাতালে ০৯ জন শিশুসহ মোট ৫১জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত মোট ২১৩ জন ডেঙ্গু রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
এদের মধ্যে ১৬২জন রোগী সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: তাপস কুমার সরকার জানান, অতিরিক্ত ডেঙ্গু রোগীর কারনে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নতুন আরেকটি ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। বেশির ভাগ রোগীয় ঢাকা থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এখানে এসেছেন। রোগীদের সামাল দিতে কিছুটা হিমশিম খেতে হলেও পরিস্থিতি স্বাভাবিক আছে। ঈদকে সামনে রেখে ডেঙ্গু রোগী মোকাবেলায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তপক্ষ সর্বাত্বক ব্যবস্থা গ্রহন করেছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, কুষ্টিয়া ছাড়াও এর আশপাশ জেলার ডেঙ্গু আক্রান্তরা এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। গত ৭ জুলাই প্রথম একজন রোগীর ডেঙ্গু সনাক্ত হয়।