Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ ডিসেম্বরের শুরুতে আঘাত হানার শঙ্কা

অনলাইন ডেস্ক :

 

ডিসেম্বরের শুরুতে ‘জাওয়াদ’ নামের ঘূর্ণিঝড় আঘাত হানার শঙ্কা দেখা দিয়েছে। কারণ, বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটি যেতেপারে ভারতের ওডিশা উপকূলের দিকে। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের খুলনা-সাতক্ষীরা অঞ্চলে।

 

আবহাওয়া অধিদফতর সূত্র জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। এতে আকাশে মেঘের পরিমাণ বেড়ে যেতে পারে। নিম্নচাপটি ৩ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় জাওয়াদে রূপ নিতে পারে। জাওয়াদ নামটি দিয়েছে সৌদি আরব।

Exit mobile version