নাটোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

নাটোর প্রতিনিধি :

 

নাটোরের গুরুদাসপুরে মোটরসাইকেলের ধাক্কায় মজনু আলী নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন শুকুর আলী নামের আরও এক পথচারী।

 

শুক্রবার রাতে ওই দুর্ঘটনা ঘটে উপজেলার গুরুদাসপুর-নয়াবাজার রোডের দেবদার মোড় নামকস্থানে। নিহত মজনু আলী ও আহত শুকুর আলী পাচশিশা গ্রামের বাসিন্দা। মোটরসাইকেল চালক ছিলেন উপজেলার কালাকান্দর মহল্লার রেজাউল করিমের ছেলে শাহরিয়ার আহমেদ।

 

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মতিন দুর্ঘটনায় মজনু নামের পথচারীর মৃত্যুর বিষয় নিশ্চিত করেন বলেন, বেপরোয়া মোটরসাইকেল চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *