
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার সদর থানাধীন “কোর্টপাড়া ঈদগাপাড়ার ২৭/০১ মাহাতাব উদ্দিন রোডস্থ মোঃ শফিকুর রহমান তুহিন (৫০), পিতা-মৃত ফজলুর রহমান তাহার বসতবাড়ীর উঠানে হতে আসামী আসামী ১। মোঃ আশাদুর রহমান (৩৮), পিতা-মোঃ আমির হোসেন, সং-পূর্বমিলপাড়া, ২।
মোঃ শফিকুর রহমান তুহিন (৫০), পিতা-মৃত ফজলুর রহমান, সাং-কোর্টপাড়া, ঈদগা পাড়া, ২৭/০১ মাহাতাব উদ্দিন রোড, উভয় থানা ও জেলা-কুষ্টিয়াদ্বয়ের নিকট হতে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট, ০৩টি মোবাইল, ০৬টি সিমকার্ড ও নগদ ২৪৮ টাকাসহ ০২ আসামীকে গ্রেফতার করেন। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।