কুষ্টিয়া প্রতিনিধি : ‘আত্মত্যাগ ছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না’ বিএনপির এমন মন্তব্য প্রসঙ্গে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, যে দলের শীর্ষ নেত্রী লোভ সামলাতে পারেনি, এতিমের টাকা আত্মসাৎ করেছে, সেই দলের নেতারা কিভাবে আত্মত্যাগ করবে। সেই মানষিকতায় নেই তাদের। বিএনপি নেতাদের উদ্দেশ্য হানিফ বলেন, সোজা পথে আন্দোলন করে যদি কাজ না হয় তবে বাকা পথ খোজার চেষ্টা করেন না। কারণ বাকা পথের ষড়যন্ত্র কিভাবে দমন করতে হয় তা আমরা জানি। হানিফ বলেন, আইনী লড়াই আর রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া বেগম জিয়ার মুক্তির কোন পথ নেই। দলের শীর্ষ নেতারা দূর্ণীতিবাজ, আদালত থেকে প্রমানীত, লজ্জা হওয়া উচিত আপনারা সেই দলের রাজনীতি করেন। আসুন যদি দেশকে ভালবাসেন তবে শেখ হাসিনার পাশে থাকি।
আজ মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে নব নির্মিত বঙ্গবন্ধুর ভাষ্কর্য উদ্বোধনকালে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আসলাম হোসেনের সভাপতিত্বে এসময় কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুষ্টিয়ার কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বক্তব্য রাখেন।
উল্লেখ্য, সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্ত্বরে বঙ্গবন্ধুর এ ভাষ্কর্য নির্মিত হয়।