অনলাইন ডেস্ক :
গত কয়েক দিন ধরে কমছে রাতের তাপমাত্রা। আজ শনিবারও তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিসে। ফলে রাতে শীত আরো বাড়বে।
আবহাওয়াবিদ এ কে নাজমুল হক কালের কণ্ঠকে বলেন, ‘আগামী সাত দিন তাপমাত্রা অল্প অল্প করে কমতে থাকবে। এরপর চলতি মাসের শেষের দিকে আসতে পারে শৈত্যপ্রবাহ। সে ক্ষেত্রে রংপুর ও রাজশাহী বিভাগে শীত বেশি পড়তে পারে।’
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আগামী তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা আরো কমবে।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ১৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস।