Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

টিকার কার্যকারিতা কমিয়ে দিচ্ছে ওমিক্রন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক :

 

টিকার কার্যকারিতা কমিয়ে দেয় করোনার ওমিক্রন স্ট্রেন। ডেল্টা স্ট্রেনের থেকে তা বেশি সংক্রামক। তবে তার উপসর্গের তীব্রতা অনেক কম। 

 

এখনও পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে আজ এই কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক তথ্য প্রমাণে মনে হচ্ছে, সংক্রমণ এবং তা ছড়িয়ে পড়া রোধে ক্ষেত্রে প্রতিষেধকের যে কার্যকারিতা, তাকেই কমিয়ে দিচ্ছে ওমিক্রন। গোষ্ঠি সংক্রমণ ঘটলে ডেল্টাকে টেক্কা দিয়ে ওমিক্রনই প্রধান সংক্রামক স্ট্রেন হয়ে উঠতে পারে। এখনও পর্যন্ত দেখা গেছে, ওমিক্রন-আক্রান্তেরা হয় উপসর্গহীন, অথবা তাদের মৃদু উপসর্গ রয়েছে। এই স্ট্রেনের সংক্রমণের ক্ষমতা কতটা তীব্র, তা বলার মতো যথেষ্ট তথ্য এখনও হাতে নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Exit mobile version