Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

দেশের বাজারে দাম কমল স্বর্ণের

অনলাইন ডেস্ক :

 

বিশ্ব বাজারে দাম কমার কারণে দেশের বাজারেও দাম কমলো স্বর্ণের। ভরিতে ১১৬৬ টাকা কমানো হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)। ফলে আজ বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কেনা যাবে ৭৩ হাজার ১৩৩ টাকায়। 

 

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬১ হাজার ২৩৬ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ ৫০ হাজার ৯১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রূপার দাম অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

এর আগে, সর্বশেষ ১২ নভেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় হলমার্ক করা ২২ ক্যারেট মানের স্বর্ণের ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয় ৭৪ হাজার ৩০০ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ৭১ হাজার ১৫০ টাকা, ১৮ ক্যারেটের দাম প্রতি ভরি ৬২ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫২ হাজার ৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

Exit mobile version