Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

অবিশ্বাস্য গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক :

 

মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্কে পুরো বিশ্বে। এরই মধ্যে ধরনটি ৭৭টি দেশে ছড়িয়ে পড়েছে। ওমিক্রনের সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সতর্ক করে বলা হয়েছে, এই নতুন ভ্যারিয়েন্ট অবিশ্বাস্য গতিতে ছড়িয়ে পড়ছে।

 

এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান টেড্রোস আধানোম গেব্রিয়াসুস বলেছেন, আরও অনেক দেশেই ওমিক্রন ছড়িয়ে থাকতে পারে, কিন্তু এখনও হয়তো শনাক্ত হয়নি। এই ভ্যারিয়েন্টের মোকাবিলায় যা করা দরকার তা করা হচ্ছে না। এটা উদ্বেগের বিষয়।

 

আবারও পুরো পৃথিবীর স্বাস্থ্য ব্যবস্থা বেকায়দায় পড়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই ভাইরাসকে শুরুতে একেবারেই গুরুত্ব দেইনি আমরা। কিন্তু এখন যে হারে তা ছড়াচ্ছে, তা রোধ করার জন্য স্বাস্থ্য ব্যবস্থা প্রস্তুত নয়।

Exit mobile version