‘বাজারে এলো শাওমির মেইড ইন বাংলাদেশ স্মার্টফোন’

অনলাইন ডেস্ক :

 

শাওমির স্মার্টফোন এখন তৈরি হচ্ছে বাংলাদেশেই। এই কারখানায় তৈরি দেশের প্রথম স্মার্টফোন হিসেবে রেডমি ৯এ ইতিমধ্যে দেশের বাজারে পাওয়া যাচ্ছে। শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানিয়েছেন, বিশ্বের যেখানেই শাওমি ফোন ম্যানুফ্যাকচার করা হোক না কেনো, সেটারগুণগত মান সব ক্ষেত্রেই একই রাখা হয়। মানের ক্ষেত্রে ছাড়ের কোনো সুযোগ নেই। ভারত, চীন ও ভিয়েতনামে উৎপাদিত স্মার্টফোনের মতোই একই মানসম্পন্ন স্মার্টফোন এখন বাংলাদেশের কারখানাতেও তৈরি হচ্ছে। 

 

বাংলাদেশে শাওমি নতুন ডিভাইস এখন স্থানীয়ভাবেই উৎপাদন শুরু করেছে। এটা আমাদের জন্য এবং অবশ্যই ডিজিটাল বাংলাদেশের জন্য একটা মাইলফলক। আমরা দেশে তৈরি প্রথম স্মার্টফোন রেডমি ৯এ উন্মোচন করছি। ফোনটির ২জিবি+৩২জিবি ভ্যারিয়েন্টের নতুন দাম ৮,৭৯৯ টাকা, যার আগের দাম ছিল ১০,৪৯৯ টাকা। দেশে উৎপাদন করায় আমরা ক্রেতাদের তুলনামূলক কম দামে নতুন ডিভাইস উপহার দিতে পারবো। রেডমি ৯এ এন্ট্রি লেবেলের শীর্ষ ফোন যাতে দেয়া হয়েছে ১২ ন্যানোমিটার গেইমিং প্রসেসর এবং পি২আই ন্যানো-কোর্টিং, যা ফোনটিকে যেকোনো স্প্ল্যাশ থেকে সুরক্ষা দেবে। কারখানাটিতে শাওমি বাংলাদেশ প্রতি বছর প্রায় ৩০ লাখ স্মাার্টফোন তৈরি করবে। শুরুতে এন্ট্রি লেভেলের ফোন তৈরি হলেও আগামী দিনে ফ্ল্যাগশিপ স্মার্টফোন তৈরির পরিকল্পনা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *