Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

মাস্ক পরা বাধ্যতামূলক, জরিমানা করবে মোবাইল কোর্ট

অনলাইন ডেস্ক :

 

বিশ্বজুড়ে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সব মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

সোমবার সন্ধ্যায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

 

এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব ক্ষেত্রে মাস্ক ব্যবহার নিশ্চিতের বিষয়ে বৈঠকে কথা হয়েছে। মাস্ক না পরলে জরিমানার বিষয়টিও উঠেছে। ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট বিষয়টি নিশ্চিত করবে।

 

তিনি আরও বলেন, করোনাভাইরাসের টিকা নেওয়ার সনদ ছাড়া হোটেলে খাবার খাওয়া যাবে না। আগামী ১৫ দিনের মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হবে। এছাড়াও বিশ্বে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়লেও দেশে এই মুহূর্তে লকডাউনের বিষয়ে ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

Exit mobile version