চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গায় শীত জেঁকে বসেছে। গত কয়েক দিন থেকেই তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। শীত উপেক্ষা করেই তাদের কাজের সন্ধানে বাইরে আসতে হচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, শীতের এ তীব্রতা আরো দুই একদিন থাকতে পারে।