Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বুস্টার ডোজ দেওয়ার ন্যূনতম বয়স কমিয়ে ৫০ করা হয়েছে: মন্ত্রিপরিষদ সচিব

অনলাইন ডেস্ক :

 

মহামারী করোনাভাইরাস প্রতিরোধী বুস্টার ডোজ দেওয়ার ন্যূনতম বয়স কমিয়ে ৫০ করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আজ সোমবার এ তথ্য জানিয়েছেন। 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও বলেছেন, যাদের বয়স ৫০ বছর পার হয়েছে, তাদের সবাইকে করোনাভাইরাসের টিকার তৃতীয় বা বুস্টার ডোজের আওতায় আনার সিদ্ধান্ত জানিয়েছেন।

গত ২৮ ডিসেম্বর সারাদেশে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার স্বাস্থ্যমন্ত্রী জানান,বুস্টার ডোজ দেওয়ার বয়সসীমা এখন ৬০ বছর। এখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ৫০ বছর থেকেই বুস্টার ডোজ দেওয়া হবে। এ বিষয়ে  প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে।

Exit mobile version