Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ

অনলাইন ডেস্ক :

 

দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৩১ হাজার ৯৮০ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৭৬ জন। এতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জনে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ হাজার ১৫৪ জনে।

 

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২৭ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন।

 

এর আগে রবিবার করোনা আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়। সেদিন শনাক্ত হয় ৫ হাজার ২২২ জন।

Exit mobile version