স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল রিয়াল

অনলাইন ডেস্ক :

 

অ্যাতলেতিক বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। শনিবার দিবাগত রাতে সৌদি আরবে বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। এ নিয়ে নিজেদের ইতিহাসে ১২তম বারের মতো স্প্যানিশ সুপার কাপ জিতল ইউরোপের সবচেয়ে সফলতম দলটি।

 

কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টোডিয়ামে ফাইনালে আধিপত্য ছিল রিয়ালেরই। গোটা ম্যাচে বল দখলের লড়াইয়ে ৫৮ শতাংশ বল নিজেদের পায়ে রাখে দলটি। ম্যাচের ৩৮তম মিনিটে রিয়ালের পক্ষে গোল করেন লুকা মদ্রিচ।

 

৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ডি-বক্সের মুখ থেকে বেনজেমার শট বিলবাও ডিফেন্ডার জেরাই আলভারেসের হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে নিজেই গোলটি করেন ফরাসি স্ট্রাইকার। ম্যাচের ৮৬তম মিনিটে পেনাল্টি পেয়েছিল বিলবাও। কিন্তু সেটি রুখে দেন রিয়ালের গোলরক্ষক কোর্তোয়া। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়েই স্প্যানিশ সুপার কাপ জয়ের আনন্দে মাতে কার্লো আনচেলত্তির দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *