বিধিনিষেধ বাস্তবায়নে অ্যাকশনে যাচ্ছে সরকার

অনলাইন ডেস্ক :

 

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, বিধিনিষেধ মানাতে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দুই-তিন দিন পর অ্যাকশনে যাচ্ছে সরকার। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হবে।

সোমবার (১৭ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক পরতে হবে। সরকার যে ১১ দফা হেলথ গাইডলাইন দিয়েছে, তা মেনে চললে লকডাউন মেনে চলুন। যদি না মেনে চলে, আমরা দুই-তিন দিন পর্যবেক্ষণ করব। তারপর কিছু কিছু অ্যাকশনে যাব।

 

এর আগে সোমবার (১৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এসব বিষয়ে অনুমোদন দেয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *