দুর্ঘটনা রোধে মহাসড়কে গাড়িতে চালক দুইজন রাখার চিন্তা

অনলাইন ডেস্ক :

 

দুর্ঘটনা রোধে হাইওয়েতে (মহাসড়ক) চলাচল করা গাড়িতে মূল চালক ছাড়াও একজন বিকল্প চালক রাখার বিষয়ে চিন্তা-ভাবনা করছে সরকার। আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের সপ্তম অধিবেশন এ বিষয়ে আলোচনা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌‘কতিপয় বৃহৎ প্রকল্পের আওতায় সড়ক ও মহাসড়কের সন্নিহিত হাট বাজারে ফ্লাইওভার/ওভারপাস/আন্ডারপাস নির্মাণ করার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনা রোধে হাইওয়েতে গাড়ি চালানোর সময় দুইজন চালকের (একজন বিকল্প) ব্যবস্থা রাখার বিষয়ে আলোচনা হয়। সিএনজি ও ইজিবাইক উৎপাদন, বিক্রয় ও বিপণন-সংক্রান্ত সুনির্দিষ্ট আইন প্রণয়ন করার বিষয়ে সভায় আলোচনা হয়।

 

পৌর মার্কেট-সংলগ্ন স্থানে রেলওয়ে ওভারপাস নির্মাণ করার বিষয়েও আলোচনা হয় সভায়। সৈয়দপুর ও চট্টগ্রামে রেল ইঞ্জিন ও রেলবগি তৈরির উদ্যোগ গ্রহণ করার বিষয়ে আলোচনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *