সরকারি-বেসরকারি অফিস, আদালত অর্ধেক জনবল নিয়ে চলবে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক :

 

দেশে করোনাভাইরাস সংক্রমণের হার যেভাবে বাড়ছে সেটা ওমিক্রনেরই প্রভাব। বৃহস্পতিবার প্রায় ১০ হাজার ৯শ’ লোক আক্রান্ত হয়েছে। প্রতিদিন আশঙ্কাজনক হারে আক্রান্ত ও মৃত্যুহার বাড়ছে। হাসপাতালে ৩৩ শতাংশ বেডে রোগী ভর্তি হয়েছে। স্কুলে অনেক শিক্ষার্থী আক্রান্ত হচ্ছে। এজন্য স্কুল, কলেজ আগামী দুই সপ্তাহ বন্ধ থাকবে। পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদফতরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

 

তিনি বলেন, এই পরিস্থিতিতে সরকারি-বেসরকারি অফিস, আদালত অর্ধেক জনবল নিয়ে চলবে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

 

মন্ত্রী আরও বলেন, বিয়ে, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠানে মানুষ জমায়েত হচ্ছে, সংক্রমিত হচ্ছে। এজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে একশ’ জনের বেশি জমায়েত হতে পারবে না।

 

অর্থনীতি সচল রাখতে সংক্রমণের লাগাম টেনে ধরতে হবে। এজন্য বিধিনিষেধ মেনে চলতে হবে। এখন পযর্ন্ত ১৫ কোটি ডোজের বেশি টিকা দেওয়া হয়েছে। আরও ৯ কোটি ডোজ টিকা মজুদ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *