অনলাইন ডেস্ক :
দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৩৪ জন। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জনে। একই সময়ে নতুন করে ১২ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ১৯২ জন হলো।
আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৪০ হাজার ১৩৪ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৪৯ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৫২ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৭ জন।
এর আগের দিন বৃহস্পতিবার করোনা শনাক্ত হয় ১০ হাজার ৮৮৮ জনের আর মারা যান ৪ জন।