Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

একগুচ্ছ নতুন ফিচার আনল ফেসবুক মেসেঞ্জার

অনলাইন ডেস্ক :

 

ফেসবুক মেসেঞ্জারের নতুন আপডেট নিয়ে হাজির মেটা। এই আপডেটের পর ব্যবহারকারীরা স্প্লিট পেমেন্ট এবং ভ্যানিশ মোডের মতো ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে অডিও মেসেজের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছে। আপাতত এই ফিচারগুলো যুক্তরাষ্ট্রের আইওএস বা অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীরা পাবেন।

তবে শিগগিরই এই ফিচার বিশ্বব্যাপী সামনে আনা হবে। ব্যবহারকারীদের অর্থ আদান-প্রদানকে ভাগ বা স্প্লিট করার সুবিধা দেবে নতুন আপডেট। ভ্যানিশ মোডে ব্যবহারকারীরা পাবেন হোয়াটসঅ্যাপের মতো ভয়েস নোট অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাওযার সুবিধা। এতে নির্দিষ্ট সময় পর মেসেজ ডিলিট হয়ে যাবে। মেসেঞ্জার শিগগিরই ব্যবহারকারীদের ভয়েস মেসেজ পাঠানোর আগে পজ, প্রিভিউ, রেকর্ড ডিলিট বা রেকর্ডিং চালিয়ে যাওয়ার বিকল্প দেবে। তবে এখন এটি ভয়েস মেসেজের সময়কাল এক মিনিট থেকে বাড়িয়ে ৩০ মিনিট করেছে। সূত্র : রয়টার্স

Exit mobile version