Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় আরো ১৪ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আরো ১৪ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে আজ রবিবার সকাল ৯টা পর্যন্ত এই ১৪ জন রোগী ভর্তি হয়। বর্তমান এই হাসপাতালে ৭জন শিশুসহ মোট ৫৩জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত মোট ৩৫১ জন ডেঙ্গু রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

এদের মধ্যে ২৯৮ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: তাপস কুমার সরকার জানান, প্রতিদিনই এই হাসপাতালে নতুন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। এমনিতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ২৫০বেডের হলেও প্রতিদিন প্রায় ৫০০রোগী এখানে ভর্তি থাকে এরপর বাড়তি এইসব ডেঙ্গু রোগীর চাপ, কিছুটা হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা সেবা দিতে তবে আমরা সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছি। জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যায়নি বলেও জানান তিনি।

উল্লেখ্য, কুষ্টিয়া ছাড়াও এর আশপাশ জেলার ডেঙ্গু আক্রান্তরা এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। গত ৭ জুলাই প্রথম একজন রোগীর ডেঙ্গু সনাক্ত হয়।

Exit mobile version