অনলাইন ডেস্ক :
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের চতুর্থ মৌসুম নিয়ে আগে থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ ছিল। শুক্রবার রাতে ইউটিউবের রিয়েল টাইমে প্রায় ১১ লাখ দর্শক নাটকটি দেখেন। আজ রবিবার সকাল পর্যন্ত এর ভিউ ৫৬ লাখ ছাড়িয়েছে। গতকাল শনিবার প্রকাশিত হয়েছে নাটকটির দ্বিতীয় পর্ব। এরইমধ্যে দ্বিতীয় পর্বের ভিউ ৩০ লাখ ছাড়িয়েছে।
নাটকটির পরিচালক কাজল আরেফিন অমি বলেন, ‘প্রতি মৌসুমেই চেষ্টা করি নতুন কিছু দেওয়ার জন্য। মৌসুম ৩ থেকে মৌসুম ৪ ভালো করার চেষ্টা ছিল। ইতিমধ্যে মৌসুম ৪-এর প্রথম পর্বে দর্শক সেটি দেখেছেন।’
চতুর্থ মৌসুমের প্রথম পর্ব প্রকাশিত হওয়ার আগে ৬ মার্চ নাটকটির টাইটেল সংয়ের নতুন ভার্সন প্রকাশিত হয় ইউটিউবে। গানটি ৩৫ লাখের বেশি মানুষ শুনেছেন।
গত বছরের এপ্রিলে শেষ হয় নাটকটির তৃতীয় মৌসুম। ‘ব্যাচেলর পয়েন্ট’ মৌসুম-৪ শুক্রবার থেকে রবিবার সপ্তাহে তিন দিন বাংলাভিশনে প্রচারিত হচ্ছে। এরপরেই ধ্রুব টিভি ইউটিউব চ্যানেল প্রকাশিত হয়। পরিচালক জানিয়েছেন, এই মৌসুমে ৮০ পর্ব পর্যন্ত তৈরি হতে পারে।
নাটকটিতে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখ।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.