Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

তেলের দাম বেশি নিলে যে নম্বরে অভিযোগ জানাবেন

অনলাইন ডেস্ক :

 

ভোজ্য তেলের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক (অর্থ ও প্রশাসন) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

 

একই সঙ্গে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত দামে তেল কেনার আহ্বান জানান। গতকাল শুক্রবার তিনি এই তথ্য জানান। গত ৬ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দেয়।

সরকারের নির্ধারণ করে দেওয়া বাজারমূল্য অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৬৮ টাকা এবং বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ৭৯৫ টাকা। এ ছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম সর্বোচ্চ ১৪৩ টাকা এবং প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম ১৩৩ টাকা।

Exit mobile version