Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

নিত্যপণ্যের আমদানি ভ্যাট কমাতে রাজস্ব বোর্ডকে নির্দেশ মন্ত্রিসভার

অনলাইন ডেস্ক :

 

আমদানি পর্যায়ে সব ভোগ্যপণ্যের সর্বনিম্ন কর ধার্য করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

 

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করে এ নির্দেশ দেওয়া হয়।

 

মন্ত্রিপরিষদ সচিব জানান, অতিপ্রয়োজনীয় নিত্যপণ্যের ওপর আমদানি পর্যায়ে যে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা আছে, সেটি একেবারে কমিয়ে সহনীয় পর্যায়ে আনতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। অবিলম্বে এ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Exit mobile version