‘ওমিক্রনের দুটি সাব-ভ্যারিয়েন্ট মিলে ইসরায়েলে শনাক্ত নতুন ভ্যারিয়েন্ট’

অনলাইন ডেস্ক :

 

এবার ইসরায়েলে শনাক্ত হল করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

 

মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর দিয়ে আসা দুই যাত্রীর দেহে নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তবে এই ভ্যারিয়েন্ট নিয়ে এখনও উদ্বেগের কিছু দেখা যায়নি। ওমিক্রনের দুটি সাব-ভ্যারিয়েন্ট মিলে নতুন এই ভ্যারিয়েন্টটি তৈরি হয়েছে।

 

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘বিশ্বজুড়ে এই ভ্যারিয়েন্টটি এখনও অপরিচিত। সম্মিলিত রূপের ভ্যারিয়েন্টটিতে আক্রান্তদের জ্বর, মাথাব্যথা ও পেশী সংকোচনের মতো হালকা উপসর্গে ভুগছিল এবং বিশেষ চিকিৎসার প্রয়োজন নেই।’

 

ইসরায়েলের মহামারী মোকাবিলা ইউনিটের প্রধান সালমান জারকা বলেছেন, “সম্মিলিত ভ্যারিয়েন্টের ঘটনাটি সুপরিচিত। এই পর্যায়ে, এটি গুরুতর পর্যায়ে নিয়ে যেতে পারে কিনা সে ব্যাপারে আমরা চিন্তিত নই।”

 

প্রসঙ্গত, ইসরায়েলের ৯২ লাখ জনগোষ্ঠীর মধ্যে ৪০ লাখেরও বেশি করোনাভাইরাসের তিন ডোজ টিকা পেয়েছেন। সূত্র: জেরুজালেম পোস্ট, এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *