Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

‘কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ’

অনলাইন ডেস্ক :

 

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। আবহাওয়ার তথ্য বলছে, এই তাপপ্রবাহ আরো কয়েক দিন থাকবে। পাঁচ দিন পর কিছুটা পরিবর্তন আসতে পারে। তবে এই সময়ের মধ্যে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়, সন্দ্বীপ ও সীতাকুণ্ড উপজেলা এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাঙামাটি, চাঁদপুর, রাজশাহী, পাবনা, বগুড়া ও পটুয়াখালী জেলাসহ খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজ শুক্রবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গতকাল দেশে সর্বোচ তাপমাত্রা ছিল ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস।

Exit mobile version