বেনাপোল দিয়ে ভারতে কেবল নতুন পর্যটক ভিসাধারীরাই যেতে পারছেন

বেনাপোল প্রতিনিধি :

 

দীর্ঘ প্রতিক্ষার পর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পর্যটক যাত্রা শুরু হয়েছে। গত ৫ এপ্রিল থেকে  ট্যুরিস্ট ভিসাধারী পাসপোর্টের যাত্রীরা ভারতে যাওয়া শুরু করেছেন।

 

বেনাপোল ইমিগ্রেশনের হিসাব মতে গত ২ দিনে ভারতে গেছেন ১শ ২০ জন যাত্রী । পুরনো ট্যুরিস্ট ভিসাধারী কোন পাসপোর্ট যাত্রী ভারতে যেতে পারছেন না। শুধু ২৬ মার্চের পর দূতাবাস থেকে পাওয়া ট্যুরিস্ট ভিসাধারীরা ভারতে যাওয়ার সুবিধা ভোগ করতে পারবেন বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

 

বেনাপোল ইমিগ্রেশন কর্মকর্তা রাজু আহমেদ জানান, গত ২ দিনে নতুন ভিসা নিয়ে  ভারতে যাওয়ার জন্য বেনাপোলে এসেছেন শতাধিক যাত্রী। ২৬ মার্চের পরে পাওয়া ট্যুরিস্ট বা ভ্রমন ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত করতে পারবেন। করোনার আগে ইস্যুকৃত ট্যুরিস্ট ভিসা স্থগিত থাকায় সে সব ভিসাধারী যাত্রী ভারতে যেতে পারবেন না।

 

সে ক্ষেত্রে ভিসার শর্তানুযায়ী হরিদাসপুর রুট লেখা থাকতে হবে। বাই এয়ার ভিসাধারী পাসপোর্ট যাত্রীরা বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যেতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *