ফেসবুকে উসকানি-ক্ষতিকর কনটেন্ট সরাতে হাইকোর্টের রুল

অনলাইন ডেস্ক :

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে উসকানিমূলক ও ক্ষতিকর কনটেন্ট সরাতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

 

সোমবার শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

 

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তাপস কান্তি বল। অন্যদিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষে ছিলেন ব্যারিস্টার খোন্দকার রেজা-ই রাকিব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

 

আগামী চার সপ্তাহের মধ্যে বিটিআরসির চেয়ারম্যান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ও ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

এর আগে গত বছরের ২০ ডিসেম্বর ফেসবুক যেন ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণ করে সে নির্দেশনা চেয়ে ঢাকার বাসিন্দা সেলিম সামাদ, ভিক্টর রায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক এস এম মাসুম বিল্লাহসহ চার ব্যক্তি হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের আজ শুনানি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *