 
     
 অনলাইন ডেস্ক :
পবিত্র রমজান মাস উপলক্ষে ভারতীয় ভিসা আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। এ মাসে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র খোলা থাকবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।
আজ বুধবার (১৩ এপ্রিল) ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
হাইকমিশন সূত্রে জানা যায়, অন্য সময়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে।
তবে ভিসা আবেদন বেড়ে যাওয়ার কারণে রোজার মাসে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিসার আবেদন জমা নেওয়া হবে। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি করা হবে।
এ ছাড়া ভারতীয় হাইকমিশন ভিসা আবেদনকারীদের সুবিধার্থে কিছু অতিরিক্ত পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে আবেদনকারীদের সহায়তার জন্য আইভিএসি কেন্দ্রে ডিসপ্লে মনিটর এবং চিহ্ন বৃদ্ধি করা। লোকবল বৃদ্ধি করা এবং সংশ্লিষ্ট কাউন্টারে সুশৃঙ্খল চলাচলে সাহায্য করা। দ্রুত প্রক্রিয়াকরণ নিশ্চিত করতে ভিসা আবেদন কাউন্টারে অতিরিক্ত কর্মী মোতায়েন। ভিসা প্রক্রিয়াকরণ এবং প্রদান সমন্বয় করতে নিবেদিত ফ্লোর ম্যানেজার। প্রবীণ নাগরিক এবং যুদ্ধের প্রবীণদের (মুক্তিযোদ্ধা) জন্য বিশেষ সুবিধা। আইভিএসি কেন্দ্রগুলি অতিরিক্তভাবে ১৭ এপ্রিল ২০২২ (রবিবার) খোলা থাকবে, যা অন্যথায় একটি সরকারি ছুটির দিন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.