বাউবি’র বিএ-বিএসএস পরীক্ষা ২০১৯ এর ফল প্রকাশ

অনলাইন ডেস্ক :

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের বিএ/বিএসএস পরীক্ষার ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে।

 

সোমবার প্রকাশিত ফলাফলে পাসের হার শতকরা ৬৮.৬০।

 

বাউবি’র বিএ/বিএসএস-২০১৯ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ১৭৫ জন। এ পরীক্ষায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের ২ লাখ ৯৬ হাজার ৭৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় ৬৬ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৪৫ হাজার ৮৭৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

 

বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মেজবাহ উদ্দিন তুহিন জানান, শিক্ষার্থীদের মধ্যে ২জন A-, ৭৯ জন B+, ২ হাজার ৬০৮ জন B, ১৩ হাজার ৪৯৩ জন B-, ১৯ হাজার ১৯৭ জন C+, ৯ হাজার ৪০৫ জন C এবং ১ হাজার ৯২ জন C- গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

 

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২৪ হাজার ৯১১ জন ছাত্র এবং ২০ হাজার ৯৬৫ জন ছাত্রী। চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল www.bou.ac.bd ও Semester/Detail Result- exam.bou.ac.bd এবং বাউবি’র সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *