টিসিবিকে শক্তিশালী করা হচ্ছে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে : মাহবুব উল আলম হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি :

 

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব উল আলম হানিফ বলেছেন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে। কিন্তু অসাধু মজুদদার ব্যবসায়ীরা ঈদের সামনে অধিক মুনাফা করছে।

 

বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। এজন্য টিসিবিকেও শক্তিশালী করা হচ্ছে। ন্যায্যমূল্যে নিত্যপণ্য কেনার সুযোগ রাখা হয়েছে। ৫০ লাখের বেশি মানুষ এ সুবিধা পাচ্ছেন। এর আওতা বাড়িয়ে এক কোটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

মাহবুবউল আলম হানিফ রবিবার তার নিজ বাসভবনে বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

 

ইলিয়াস আলী গুমের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গুম খুনের রাজনীতি আওয়ামী লীগ করে না। বিএনপি তাদের নেতাদের নিজেরাই গুম করে হত্যার ঘটনা আগেও আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *