কুমিল্লার লাকসামে ট্রেনের ছাদ থেকে পড়ে ইমরান হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে লাকসাম জংশন থেকে নোয়াখালীগামী নোয়াখালী এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত যুবক ইমরান নোয়াখালী জেলার সোনাপুর এলাকার লুৎফর রহমানের ছেলে।
ইমরানের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে বলে জানিয়ে ওসি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে। সহযাত্রীর বরাত দিয়ে জসিম উদ্দিন জানান, নিহত যুবক ঢাকায় একটি গ্রিলের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি ফিরছিলেন।
নিহতের ছোট ভাই মিজান বলেন, ‘ভাইয়া গতকাল রাতেই তার বেতনের টাকা বিকাশে পাঠিয়ে দিয়েছিলেন। মায়ের জন্য কাপড় কিনেছিলেন, সেটা নিয়েই তিনি বাড়ি ফিরছিলেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.