সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবেশী এক গৃহবধূকে (৩০) যৌন নিপীড়নের অভিযোগে আইনুল হক (৪৫) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুর মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনুল হক গাড়াদহ গ্রামের আসানের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এর আগে সোমবার সন্ধ্যায় নিপীড়নের শিকার গৃহবধ‚ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল ইসলাম জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে প্রতিবেশী এক গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর রাতেই শক্তিপুর মহল্লায় অভিযান চালিয়ে শিক্ষক আইনুলকে গ্রেফতার করা হয়।