Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১০ কোটি টাকার সোনা জব্দ

যশোর প্রতিনিধি  :

 

যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের ১২৪ টি স্বর্ণের বারসহ শাহ আলম নামে একজনকে  শুক্রবার আটক করেছে যশোর (৪৯) বিজিবি। আটক শাহ আলম চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

 

উদ্ধারকৃত সোনার দাম ১০ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।

 

তিনি জানান, শুক্রবার সকালে তারা জানতে পারেন চৌগাছার কাবিলপুর সীমান্ত এলাকায় সোনার বার নিয়ে এক পাচারকারী অবস্থান করছেন। এ সংবাদে শাহজাদপুর বিওপির টহলদলের সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। সকাল সাড়ে ৮টার দিকে বড় কাবিলপুর শ্মশানঘাট এলাকার রাস্তায় শাহ আলমের দেহ তল্লাশি করে কোমরের পেছনে বিশেষভাবে লুকিয়ে রাখা  এ সোনার বার উদ্ধার করা হয়। সেই সঙ্গে শাহ আলমের মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এর আগেও শাহ আলম একাধিকবার সোনা পাচার করেছেন বলে বিজিবির কাছে স্বীকার করেন।   এ ঘটনায় মামলা দিয়ে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

Exit mobile version