
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেশকিছু এলাকায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে আঘাত হেনেছে। শনিবার সকালে আচমকা কালবৈশাখী ঝড়ের আঘাতে অর্ধ-শতাধিক বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতি হয়। ভেঙে পড়ে গাছপালা। এতে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া, চুয়াডাঙ্গা-রাজশাহী রুটের সড়ক ও রেলপথে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা যান চলাচলে বিঘ্ন ঘটে।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর জানান, কালবৈশাখী ঝড়ের আঘাতে উপজেলার কালিদাসপুর ও ডাউকি ইউনিয়নে অন্তত ৪০টি বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। সড়কের পাশের গাছপালার বেশি ক্ষতি হয়েছে। এতে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় বেলা ১১টায় যানচলাচল স্বাভাবিক হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, আলমডাঙ্গা উপজেলা ঘেঁষা হালসা এলাকায় রেল লাইনের উপর গাছ পড়ায় চুয়াডাঙ্গা-রাজশাহী, চুয়াডাঙ্গা-চিলাহাটি ও চুয়াডাঙ্গা-গোয়ালন্দ রুটে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।