
রাজবাড়ী প্রতিনিধি :
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় কেটে রাখা গাছের খন্ডিত অংশের চাপায় চুমকি আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের খোকন শেখের মেয়ে। নিহত চুমকি নবু ওসিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মহাসড়ক সম্প্রসারণের জন্য গাট কাটা হচ্ছে। এ জন্য কেটে রাখা গাছের খন্ডিত অংশ মহাসড়কের পাশে স্তূপ করে রাখা হচ্ছে। স্তূপের মধ্যে গাছের চিকন একটি ডাল ছিল। চিকন ডালটি টান দিলে অনান্য গাছের কেটে রাখা খন্ডিত অংশ চুমকির উপর পরে। সেখান থেকে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবুল হোসেন বলেন, গাছের খন্ডিত অংশ স্তূপ করে রেখেছিল কর্তৃপক্ষ। সেখান থেকে একটি ডাল টান দেওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে।