ইবি প্রতিনিধি :
সম্প্রতি বিশ্ববিদ্যালয় গুলোতে আত্মহত্যা ও মাদকাসক্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েই চলেছে। শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আত্মহত্যা ও মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে ল এওয়ারনেস সোসাইটির আয়োজনে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সহ-সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. রেহানা পারভিন। বিশেষ অতিথি ছিলেন আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন ও ফলিত পুষ্টি বিভাগের সহকারী অধ্যাপক শাম্মী আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. রেহেনা পারভীন বলেন, ‘মূলত আত্মহত্যা ও মাদকাসক্তির মূল কারণ হতাশা, হীনমন্যতা ও অতিরিক্ত পারিবারিক চাপ। এসময় নিজেদেরকে সংস্কৃতি ও খেলাধূলায় ব্যস্ত রাখতে হবে। তবেই আত্মহত্যা ও মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।’