দৌলতপুর প্রতিনিধি : গতকাল সকালে স্কুলছাত্র আনোয়ারের নিজ এলাকা ইসলামপুরে এই মানববন্ধনে স্বজনরা ও এলাকার শতশত নারী পুরুষ, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও জানপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।এসময় নিসংস হত্যার বিচারের দাবি জানিয়ে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ফজলুল হক কবিরাজ, জাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা শরিফুল কবির স্বপন।
এবং আনোয়ারের পরিবার থেকে দাবি জানানো হয়। আসামীদের অবিলম্বে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।নইতো কঠিন থেকেও কঠিন কর্মসূচী ঘোষনা করা হবে।প্রভাবশালী যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা।এর আগে ঈদের দিন বিকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন অষ্টম শ্রেনীর ছাএ আনোয়ার।