Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় দুর্যোগবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

কুষ্টিয়া প্রতিনিধি :

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় বিশ্বে এখন রোল মডেলে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় আম্ফান, ঘূর্ণিঝড় আসানিসহ  সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বড় বড় প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনা শূন্যের কোঠায় গিয়ে দাঁড়িয়েছে। দুর্যোগ মোকাবেলার বিষয়টিকে বর্তমান সরকার অধিক গুরুত্ব প্রদান করছে। সরকার ভূমিকম্প অগ্নিকাণ্ডসহ দুর্যোগ মোকাবেলায় প্রায় ২৩শ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এছাড়াও সরকার দুর্যোগ মোকাবেলায় ৯ লাখ ৭২ হাজার মানুষকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করেছে। আমাদের লক্ষ্য হচ্ছে দুর্যোগে প্রাণহানির ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা।

 

সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগের জরুরি সাড়াদান পদ্ধতির শক্তিশালীকরণের লক্ষ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দের দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী অবহিতকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোঃ আতিকুল হক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়ার  জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল  ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহমান।

 

এছাড়াও অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মৃণাল কান্তি দে, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি)  শারমিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। দিনব্যাপী এ কর্মশালায় জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনীতিবিদ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Exit mobile version