Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বাজার স্থিতিশীল রাখতে বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক :

 

দেশে চালের বাজার স্থিতিশীল বা স্বাভাবিক রাখতে বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

 

মন্ত্রী বলেন, আজ খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির মিটিংয়ে রেজ্যুলেশনসহ সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে দ্রুতই পাঠানো হবে। এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

 

মন্ত্রী আরও বলেন, চাল শুল্কমুক্তভাবে যেন আনা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। এতে করে কৃষক, বাজার ও সংশ্লিষ্ট অন্যান্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটা নিশ্চিত করা হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে প্রধানমন্ত্রীর কাছ থেকে।

 

চলমান অভিযান নিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, অভিযানের সুফল ভোক্তা পেতে শুরু করেছে। বেসরকারিভাবে আমদানি হলেও অবৈধ মজুদদারদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version