বগুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চার কেজি শুকনা গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
বৃহস্পতিবার ভোরে জেলা শহরের সিলিমপুরস্থ ঢাকা-বগুড়া মহাসড়কের ওপর থেকে ঠাকুরগাঁও জেলা সদরের সিঙ্গিয়া এলাকার আব্দুল আলীর পুত্র মো. রায়হানকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা চার কেজি গাঁজা উদ্ধার হয়, যার বাজার মূল্য আনুমানিক দুই লাখ টাকা।
৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সহকারী পুলিশ সুপার মাহাবুব-উল আলম জানান, গ্রেফতার ব্যক্তি দির্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। গ্রেফতারের পর তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।