অনলাইন ডেস্ক :
আসছে আলোচিত ওয়েব সিরিজ ‘মির্জাপুর’র তৃতীয় মৌসুম। মাফিয়া ডন ‘কালীন ভাইয়া’র চরিত্রে বরাবরের মতোই হাজির হবেন পঙ্কজ ত্রিপাঠি। আগামী ২৫ জুন থেকে সিরিজের শুটিং শুরু হবে। বলিউড হাঙ্গামাকে এ তথ্য জানিয়েছেন পঙ্কজ নিজেই। তিনি আরও জানিয়েছেন, এবারের গল্পটিও বেশ মজার।
পঙ্কজ বলেন, ‘আমি জানি, দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ‘মির্জাপুর ৩’-এর জন্য। সিরিজের তৃতীয় সিজনের চিত্রনাট্য পড়ার পরে কালীন ভাইয়ার চরিত্রে অভিনয় করতে মুখিয়ে আছি আমিও।’
পঙ্কজ আরও জানান, ‘সিনেমায় সিক্যুয়েল করতে ভাল লাগে না। কিন্তু সিরিজে মন্দ লাগে না। অনেক সময়ে তো আবার পরিচালকেরা আগের কাজ দেখিয়ে বলেন, আপনি এই দৃশ্যে এভাবে অভিনয় করেছিলেন, এবারও ওই অভিনয়টাই চাই।’