অনলাইন ডেস্ক :
দেশের জেলাগুলোর বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আজ শনিবার সিলেটসহ ৯টি জেলার বন্যা পরিস্থিতির আরো উন্নতি হবে। তবে তিনটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এসব তথ্য জানানো হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা ছাড়া দেশের অভ্যন্তরে এবং উজানের বিভিন্ন অংশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের আশঙ্কা কম। তাই আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। অন্যদিকে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। আর রাজবাড়ী, শরীয়তপুর ও মাদারীপুর জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে।
এদিকে আজ দেশের ছয় বিভাগের কিছু কিছু জায়গায় এবং দুই বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি হতে পারে।