কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ৪র্থ শ্রেনী কর্মচারী কল্যান সমিতির আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহায়ক বারী’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বাদ জোহর উপজেলা পরিষদ জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে কুমারখালী উপজেলা ৪র্থ শ্রেনী কর্মচারী কল্যান সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক সৈয়দ বিল্লাল আহমেদ ছাড়াও সমিতির অন্যান্য সদস্য এবং উপজেলা পরিষদের বিভিন্ন অফিসের কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম মাওলানা নেছার উদ্দিন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। উল্লেখ্য ঈদের ২য় দিন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহায়ক আব্দুল বারী অফিস শেষ করে কয়া গ্রামে নিজ বাড়ীতে ফেরার পথে অনুমান বিকাল সাড়ে ৫ টার সময় কুষ্টিয়-রাজবাড়ী মহাসড়কের কালুর মোড় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন।