ইউটিউবে আসছে নতুন ‘চ্যানেল স্টোর’

অনলাইন ডেস্ক :

 

ইউটিউবে আসছে নতুন ‘অনলাইন স্টোর’। যেখানে ভিডিও স্ট্রিমিং সংক্রান্ত বিভিন্ন পরিষেবা পাবেন দর্শকরা।

 

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করার জন্য একাধিক বিনোদন সংস্থার সঙ্গে কথা চালাচ্ছে ইউটিউব। এই পরিষেবাটিকে ‘চ্যানেল স্টোর’ নামে নামকরণ করতে পারে সংস্থাটি।

 

জানা গেছে, এই নতুন পরিষেবা নিয়ে গত দেড় বছর ধরে কাজ করছে ইউটিউব। যত দ্রুত সম্ভব এই নতুন প্ল্যাটফর্ম চালু করতে চায় সংস্থাটি। যদিও ইউটিউবের তরফে এ বিষয়ে অফিসিয়ালি কিছু বলা হয়নি।

 

ঠিক কী পরিষেবা পাওয়া যাবে এই অনলাইন স্টোরে?

 

ইউটিউব চাইছে টিভি দর্শকদের সাবস্ক্রিপশনভিত্তিক পরিষেবার আওতায় আনা। অনেকটা অ্যাপেল টিভি কিংবা অ্যামাজন প্রাইম ভিডিওর মতো মডেল শুরু করতে উদ্যোগী ইউটিউব। এর ফলে যেকোনো শো বা সিনেমার ট্রেলার দেখার পর সহজেই দর্শকরা ইউটিউবের অধীনে সেই চ্যানেলের সাবস্ক্রিপশন নিতে পারবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *